Header Ads

Header ADS

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু 

 


রাঙ্গামাটি ।। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দুই নম্বর রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে রুপন তনচংগ্যা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি রাইখালী ইউনিয়নের   কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্রের কাছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রুপন বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতির কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।



উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।  

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে শুক্রবার (২৮ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

প্রসঙ্গত, কাপ্তাইয়ের রাম পাহাড়, সীতা পাহাড় এলাকায় ১৫-২০টি হাতির একটি পাল আছে। এ হাতির পালটি প্রায়ই খাদ্যের খোঁজে লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়।  


সূত্র: বাংলা‌নিউজ

No comments

Powered by Blogger.