Header Ads

Header ADS

ফয়েজ আহমেদ রাজুর ক‌বিতা: উপহাস

 


উপহাস

ফয়েজ আহমেদ রাজু

অস্ত পারের রাস্তা ধরে বোঝাই গাড়ির চোরাপথ

ঈশান কোনে মেঘ ধরেছে হেচকা টানে চলে রথ

চোরাচালানের সে পথ গিয়াছে মানব গঞ্জ দিয়া

দীপ্ত শিখা জ্বালাইবে কে সে থরথর কাপে হিয়া

বিদ্রোহী ভাষী সবাই এথা ভাষা হীন প্রেতাত্মা

জাগ্রত কবি লিখবে কবিতা সে ও তো লাপাত্তা।

উঠবে অরুণ জাগবে তরুণ কুসুমকুমারীর ছেলে

সে ও তো আজ খেলনা হাতে অস্তপারে খেলে

কাজে তো সে বড়ই ভীষণ কথার কি আর বাদ

তার হুংকারে বন্য প্রাণীরা ভুলে হিংস্র নাদ

ছদ্মবেশী কালবৈশাখী ভাংচুর যে তার  খুব

সুখ কুড়াইতে কূপব্যাঙখানা সাগরে দিয়াছে ডুব।

দানবীয় ক্ষুধার হাহাকার যবে চারিপাশ করে গ্রাস

পাখপাখালির কলোরবে বাজে  ভয়াল হা হুতাশ

বিশ্ব নিখিল তৃষিত কণ্ঠে মাগিছে শান্তি সুধা

মানব রূপী দানব বহিছে পেটে রাক্ষসী ক্ষুধা

অপরাহ্নের রক্তিম আভা যবে গায়ে মেখে থাকে

নিজের ছায়া বিকট শব্দে হেসে ওঠে উপহাসে

No comments

Powered by Blogger.