Header Ads

Header ADS

মিসরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা গ্রেফতার

 


বি‌দেশ ডেস্ক ।।  মিসরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) গ্রেফতার হওয়া মাহমুদ ইজ্জত ইসলামপন্থী দলটির ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব পালন করছিলেন। আগে থেকেই তার বিরুদ্ধে দুইটি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছে দেশটির আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ব্যাপক গণবিক্ষোভের জেরে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০১৩ সালে মিসরে মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড সরকারের পতন ঘটে। এরপরই নিষিদ্ধ হয় দলটি। এরপর থেকেই দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে মিসর সরকার। মিসরে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত হলেও কোনও সহিংসতায় যুক্ত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে মুসলিম ব্রাদারহুড।


শুক্রবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুসলিম ব্রাদারহুডের কর্মকর্তারা প্রায়ই মাহমুদ ইজ্জতের বিদেশে অবস্থানের কথা প্রচার করে আসলেও তাকে রাজধানীর পূর্বাঞ্চলীয় একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ৭৬ বছর বয়সী মাহমুদ ইজ্জতের বিরুদ্ধে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন ব্যবস্থাপনায় অংশগ্রহণ, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা এবং রাষ্ট্র প্রতিষ্ঠাকে ঝুঁকিপূর্ণ করে তোলার অভিযোগে দণ্ড ঘোষণা করা রয়েছে। ১৯৬০’র দশক থেকেই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত মাহমুদ ইজ্জত। সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, হোসনি মোবারকসহ বিভিন্ন প্রেসিডেন্টের আমলে কারাভোগ করেছেন তিনি। আগেও বেশ কয়েকবার সংগঠনটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন তিনি।

No comments

Powered by Blogger.