Header Ads

Header ADS

অা‌মে‌রিকার কারণে বিদায় নিতে হলো টিকটকের প্রধানকে



 বি‌দেশ ডেস্ক ।। ট্রাম্প প্রশাসনের কারণে মাত্র তিন মাস চাকরি করে বিদায় নিতে হলো টিকটকের প্রধান কেভিন মেয়ারকে। মেয়ার একটি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে বিদায়ের ঘোষণা জানান। মেয়ার তার চিঠিতে লেখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রতিফলন ঘটিয়েছি এবং বৈশ্বিক পরিবর্তনে আমি তার অংশীদার হয়েছি। মূলত চীনভিত্তিক টিকটক অ্যাপকে যুক্তরাষ্ট্রে বাতিল করার সিদ্ধান্তের জন্য মেয়ারকে এমন সিদ্ধান্ত নিতে হয়। এমনকি যুক্তরাষ্ট্র একটি কার্যনির্বাহী আদেশ জারি করে বাইটড্যান্সের সঙ্গে আমেরিকানদের সব ধরনের লেনদেন নিষিদ্ধ ঘোষণা করে। মেয়ার বলেন, ‘তার এই সিদ্ধান্তে প্রতিষ্ঠানে এবং অ্যাপটিতে কোনও প্রভাব পরবে না। মেয়ারের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ভানেসা পাপাস অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত মে মাসে মেয়ার টিকটকের সিইও এবং বাইটড্যান্সের সিওও পদে যোগদান করেছিলেন। এর আগে তিনি ডিজনির স্ট্রিমিং সেবার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

No comments

Powered by Blogger.